এবার ভিডিও চ্যাটিং ডিভাইস আনছে ফেসবুক




এবার ভিডিও চ্যাটিং ডিভাইস উন্মোচনের লক্ষ্যে কাজ করছে বিশ্ব-সামাজিক আন্তঃযোগাযোগ ব্যবস্থার অন্যতম প্রধান ওয়েব সাইট ফেসবুক।
সোশ্যাল মিডিয়া জায়ান্টের ফেসবুক ভিডিও চ্যাটের জন্য বিশেষায়িত ডিভাইসটি দিয়ে গ্রাহকের মুখ শনাক্ত করতে পারবে। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ডিভাইসটিতে ১৩ অথবা ১৫ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লের সঙ্গে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং মাইক্রোফোন থাকবে। ধারণা করা হচ্ছে, ফেসবুকের এই ডিভাইসটি অনেকটা অ্যামাজনের ইকো শো-এর মতো হতে পারে। ডিভাইসটিতে কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন প্রযুক্তি আছে। যে কারণে ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে ঘুরে মানুষ এবং বস্তু স্ক্যান করতে পারবে এবং প্রয়োজনে জুম করেও নিতে পারবে।
২০১৮ সালের মে মাসে এটি উন্মোচনের পরিকল্পনা রয়েছে ফেসবুকের। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ফেসবুক থেকে কোনো মন্তব্য আসেনি।

No comments

Powered by Blogger.