বাজারে নেটগিয়ারের শক্তিশালী রাউটার




বাজারে নেটগিয়ার ব্র্যান্ডের নতুন ওয়াইফাই এসি রাউটার এনেছে কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেড। মডেল আর ৬৪০০। রাউটারটির তথ্য আদান-প্রদান ক্ষমতা প্রতি সেকেন্ডে ১৭৫০ মেগাবাইট।
ডিভাইসটিতে রয়েছে ২৫৬ মেগাবাইট র‌্যাম। এর তিনটি উচ্চ ক্ষমতাসম্পন্ন অ্যান্টেনা ও বিমফর্মিং প্লাস প্রযুক্তির ওয়াইফাই পরিধিকে বিস্তৃত করে পুরো বাড়িতে ছড়িয়ে দেয়।
রাউটারটির গিগাবিট ইথারনেট পোর্টের সাথে স্মার্ট টিভি বা গেম কনসোল সংযোগ দিয়ে ব্যবহার করা যায়। এর দুটি ইউএসবি পোর্টের সাথে হার্ডড্রাইভ বা প্রিন্টার সংযোগ দিয়ে তারহীন তথ্য আদান-প্রদান করা যায়।
ডিভাইসটির মূল্য ১৩ হাজার টাকা।

No comments

Powered by Blogger.