বর্জ্যে সুরক্ষা মিলবে মঙ্গল গ্রহে




মঙ্গল গ্রহে এবার কাজে লাগবে মানুষের দেহের বর্জ্য। কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে বলা হয়েছিল, মানুষের মূত্র থেকেই পানীয় জল প্রস্তুত করা হবে। সে কথায় অবশ্য বিশেষ কান দেননি ট্রাম্প। তবে বিজ্ঞানীরা আক্ষরিক অর্থে সে কাজই করতে চলেছেন প্রায়।

বর্জ্যেই মঙ্গল। এ কথা বলাই যায়। অন্তত মঙ্গলে বসবাসের জন্য তো বটেই। সম্প্রতি মঙ্গল অভিযানকারীদের জন্য এরকমই সুরক্ষা কবচ আবিষ্কারের পথে বিজ্ঞানীরা। যেখানে মানুষের দেহের বর্জ্য থেকেই প্রয়োজনীয় জিনিস তৈরি করে নেওয়া সম্ভব হবে।
‘ইয়াওরিয়া লিপোলাইটিকা’ নামে এক ধরনের ইস্ট তৈরির কাজে ব্যস্ত বিজ্ঞানীরা। এর ¯্রষ্টা মার্ক ব্লেনার। নাইট্রোজেন ও কার্বনই এর খাদ্য। এ জিনিস মানবদেহের বর্জ্য থেকেই মেলে। এবার এই ইস্টকে কাজে লাগিয়ে প্লাস্টিক তৈরি করা যেতে পারে।
এরপর থ্রি-ডি প্রিন্টিং পদ্ধতির মাধ্যমে প্রয়োজনীয় জিনিস তৈরি করে নেওয়া যেতে পারে। এখনও প্রস্তুতি পর্বে আছে এই ইস্ট। তবে এ জিনিস বাস্তবায়িত হলে মঙ্গলে বাস করার অনেক ঝুঁকি কমে যাবে। ২০২০ তেই মার্স মিশনের পরিকল্পনা নাসার। তার আগেই এই কাজ সম্পূর্ণ হবে বলেই মনে করছে বিজ্ঞানীমহল।

No comments

Powered by Blogger.